অবতক খবর,সম্পা দাম পাল,২২মে: সাইক্লোন আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা বীজপুর। প্রায় ৪৬ ঘন্টা ধরে বিদ্যুৎহীন, জলহীন হয়ে পড়েছিল গোটা হালিশহর। ঝড়ে যেসকল গাছ ভেঙে পড়েছিল সেগুলি ধীরে ধীরে কেটে সরানো হয়েছে। কিন্তু হালিশহর ২ নং ওয়ার্ড বাগমোড় বাজার সংলগ্ন কালীতলায় প্রায় ১২০ বছর পুরনো একটি অশ্বত্থ গাছ ঝড়ে ভেঙে পড়েছে।‌ যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মোট তিনটি বাড়ি। পর্যবেক্ষণে দেখা গেছে,কৃষ্ণা রায় যিনি তার মেয়েকে নিয়ে একটি ছোট ঘরে বসবাস করেন,তার বাড়ির চালা ভেঙে গাছের ডাল ঢুকে গেছে। তার বক্তব্য,’এবার যদি কোন প্রাকৃতিক দুর্যোগ হয় তবে তার মেয়েকে নিয়ে ঘরের বাইরে বেরিয়ে আসতে হবে।’ অন্যদিকে প্রতিবেশী রুদ্র পরিবারের দুটি ঘরের পাঁচিল ভেঙে ঘরে ডালপালা ঢুকে। গেছে। তারা জানান, ঝড়ের পরের দিনই বিষয়টি পৌর প্রশাসনকে জানানো হয়েছে। তারা এসে দেখে গেছেন। কিন্তু দুদিন কেটে গেলেও তারা বিষয়টিকে গুরুত্ব দেননি। অন্যদিকে তারা এও জানান যে,গাছ ভেঙে পড়ায় ওই গলি দিয়ে হাঁটাচলা করা যাচ্ছে না। এই সংবাদের মাধ্যমে আমরা পৌর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে তারা বিষয়টিকে গুরুত্ব দেন এবং গাছটি অতি দ্রুত কেটে সরিয়ে নেন।