অবতক খবর,২৯ জানুয়ারিঃ বর্তমান প্রজন্মের কাছে খেলাধুলার মান ক্রমশ কমতে শুরু করেছে। ডিজিটাল দুনিয়ায় কম্পিউটার- মোবাইলেই ঘর বন্দি অবস্থায় রয়েছে যুবসমাজ। নানান সময় বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করতে দেখা যায় ছাত্র-যুব বাম সংগঠনের সদস্যদের। আজ হালিশহর ডিওয়াইএফআই- এসএফআই হালিশহর লোকাল কমিটির তরফ থেকে হালিশহর স্পোটিং ক্লাবের মাঠে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শুধু রোড রেস বা খেলাধুলাই নয়, অংকন প্রতিযোগিতার আয়োজন করেছিলেন উদ্যোক্তারা।

খেলাধুলার মাঝেই প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও ভারতীয় অ্যাথলেটিক টিমের প্রাক্তন অধিনায়ক। খেলাধুলার প্রতি যুব সমাজকে আকৃষ্ট করার উদ্দেশ্যে এই আয়োজন বলে জানিয়েছেন বাম যুব সংগঠনের সদস্যরা। তারা বলেন বিগতদিনে পরিবেশ অনুকূল ছিল না তাই এই প্রতিযোগিতা বন্ধ রাখতে হয়েছিল। তবে করোনার সময় রেড ভলেন্টিয়ার এর সদস্যরা যেভাবে কাজ করেছে তার থেকেই প্রমাণিত যে মানুষের পাশে সব সময় থাকার জন্য বদ্ধপরিকর ডিওয়াইএফআই-এসএফআইয়ের সদস্যরা।