অবতক খবর,১১ এপ্রিল: আজ ভোর তিনটে নাগাদ হঠাৎ আগুন লাগে হালিশহর চৌমাথা সংলগ্ন অঞ্চলের একটি কাঠের গুদামে। এরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং পাশাপাশি অবস্থিত আরো দুটি কাঠের গুদাম আগুনের গ্ৰাসে চলে যায়। স্থানীয়রা জানান,কি কারণে এই আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। ভোর তিনটে নাগাদ আগুন লাগে। স্থানীয়রা টের পেতেই ফোন করেন দমকলে। প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। ততক্ষণে দাউ দাউ করে জ্বলছিল ওই তিনটি গুদাম। যুদ্ধকালীন তৎপরতায় দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করে গেছেন। এর পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। অন্যদিকে ঘটনার খবর পাওয়া মাত্রই ছুটে আসে বীজপুর থানার পুলিশ।

কি কারণে এই আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল বিভাগ ও বীজপুর পুলিশ প্রশাসন।
ঘটনার জেরে যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ।
জানা গেছে, পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।