মৃত্যুর হালখাতা
তমাল সাহা

নববর্ষ আসে
চৈত্রের প্রখর রোদ লাগে পলাশে।
কিছু পলাশ ঝরে পড়ে গুলির শব্দে
ভোটের হাওয়ায়
মাটিতে ঘাস রক্ত মাখে সারা গায়।

এটা ভোট? এটা রাজনীতি?
হামলা সন্ত্রাস আতঙ্ক ভীতি।
গুলি খেলো, কারা খেলো?
ছাত্র ক্ষেতমজুর রাজমিস্ত্রি।

লেখা হলো মৃত্যুর হালখাতা।
মরলো কি কোন নেতা?
যার গেল তার গেল
নেতার কি ক্ষতি হলো?

এখন মৃতের পরিবারের কি হবে বল?
এদিকে রক্ত,ওদিকে অশ্রুজল।