অবতক খবর,১৬ মে: হালিশহর পৌরসভার ৮ নং ওয়ার্ড নবনগর সংলগ্ন অঞ্চলের বাসিন্দা কৃষ্ণা ঘোষ (৫৭)। তিনি কলকাতা বি আর সিং হাসপাতালের স্বাস্থ্যকর্মী। এই দুঃসময়ে মানুষকে জরুরী পরিষেবা দিতে তৎপর ছিলেন তিনি। কিন্তু যেই মারণ ভাইরাসের আতঙ্কে জর্জরিত গোটা বিশ্ববাসী, সেই মারণ ভাইরাস থাবা বসায় কৃষ্ণা দেবীর দেহে। বেশ কিছুদিন আগে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। সেই সময় সন্দেহ হয় এবং করোনা পরীক্ষা করা হয় তার। অবশেষে এই ভাইরাস যে তার দেহে থাবা বসিয়েছে তা নিশ্চিত হয়ে যায় পজিটিভ রিপোর্ট আসার পর। কিন্তু মনের জোরে এবং চিকিৎসায় তিনি একেবারে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আর তাই আজ বীজপুর বিধায়ক শুভ্রাংশু রায়ের উদ্যোগে এবং এবিভিপি ছাত্রদের তৎপরতায় করোনা যুদ্ধে জয়ী হওয়া হালিশহরে মহিলা স্বাস্থ্য কর্মী কৃষ্ণা ঘোষের হাতে মেমেন্টো তুলে দিলেন তারা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষ্ণা দেবী জানান,’এই মারণ ভাইরাসকে ভয় করলে চলবে না। এর জন্য প্রয়োজন মনের জোর। ভালো চিকিৎসায় যে কেউ এই মারণ ভাইরাসকে হারিয়ে দিতে পারে।’