অবতক খবর,২১ ডিসেম্বর,চোপড়া:- বুথ স্তরে সংগঠনকে আরও মজবুত করতে চোপড়া বিধান সভা জুড়ে চলছে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্মেলন। বিধানসভা নির্বাচনের পর সংগঠনকে আরও মজবুত করতে তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে চোপড়ায় শুরু হয়েছে অঞ্চল সম্মেলন। চোপড়া বিধানসভার অধীন হাপতিয়া গছ অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার ফতেহাবাদ প্রাথমিক বিদ্যালয় মাঠে।

এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়া লাল আগরওয়াল , চোপড়ার বিধায়ক হামিদুল রহমান ,চোপড়া ব্লক কমিটির সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ,ব্লক কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদ,অঞ্চল সভাপতি শাহজাহান সিরাজ, হাপতিয়া গছ গ্রাম পঞ্চায়েত প্রধান আবিনা টুডু, উপপ্রধান সাকির আহমেদ, রিজওয়ান আহমেদ সহ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীগণ।

প্রত্যেক বক্তাই বিধায়ক হামিদুল রহমানের হাত ধরে চোপড়ায় ব্যাপক উন্নয়নের খসড়া জন সম্মুখে তুলে ধরেন। বিধায়ক হামিদুল রহমান বলেন খুব সুন্দর অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হলো আজ। মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেলো। তৃনমূল সরকার যেভাবে মানুষের জন্য কাজ করছে এবং যত মানবমূখী প্রকল্পের আওতায় আনার চেষ্টা করছে। আগামীতে তৃনমূল ছাড়া অন্য কোনো দলের কথা মানুষ ভূলে যাবে। পশ্চিমবঙ্গকে রোল মডেল করে দিল্লির সিংহাসনে বসবেন মমতাময়ী মূখ্যমন্ত্রী।