অবতক খবর,২৩ ডিসেম্বরঃ মনে আছে দু বছর আগে হাথরাসে সংঘটিত সেই নারকীয় ধর্ষণ এবং ধর্ষিতার দাহপর্বের কথা। ১৪ নভেম্বর ২০২০ সালে ঘটেছিল সেই ঘটনা। এই সংবাদ সংগ্রহ করার উদ্দেশ্যে সিদ্দিক কাপ্পান ও তার সহকর্মী আতিকুর রহমান, মোঃ আলম এবং মাসুদ আহমদ সংবাদ সংগ্রহে যাওয়ার পথে মথুরা থেকে তাদের গ্রেফতার করা হয়। সন্ত্রাসবাদী অভিযোগে তাদের অভিযুক্ত করে গ্রেফতার করা হয়েছিল। দু’বছর পর আজ তিনি যোগী শাসিত রাজ্য উত্তর প্রদেশ লখনৌ জেলখানা থেকে জামিন পেয়েছেন। উল্লেখ্য কেরলের মালায়ালাম নিউজ পোর্টাল আঝিমুখামের সাংবাদিক। তার বিরুদ্ধে আর্থিক তছরুপেরও মামলা দায়ের করা হয়েছিল।

বিরোধীদল এবং সাংবাদিকদের বিভিন্ন সংগঠন কাপ্পানের গ্রেফতারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। তাদের মতে কাপ্পান যেহেতু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ,তাই তার ও তার সড়যোগীদের বিরুদ্ধে সন্ত্রাসীর অভিযোগ আনা হয়েছিল। এর ফলে ইউ এ পি এ-তে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে জানা যায় এরা কোন নিষিদ্ধ সংগঠন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া, সিমি সংগঠন বা কোনও সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত নন। তারা সকলেই সংবাদ সংগ্রহের কাজে যুক্ত সাংবাদিক হিসেবেই হাথরাসে যাচ্ছিলেন।