অবতক খবর,১৬ মার্চ: হাজরা মোড়ে টেট উত্তীর্ণদের বিক্ষোভ। মুখ্যমন্ত্রীর কাছে দাবিদাওয়া পেশ করতে যাচ্ছিলেন টেট উত্তীর্ণরা। পুলিশ বাধা দিলে তাঁরা হাজরা মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন।

স্মারকলিপি দিতে এদিন মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাচ্ছিলেন ২০১৪ সালের টেট উত্তীর্ণরা। পুলিশ বাধা দিলে তাঁরা হাজরা মোড়ে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অফিস টাইমে রাস্তা আটকে বিক্ষোভের জেরে তৈরি হয়েছে যানজট।

গত ডিসেম্বরে সল্টলেকে ২০১৪-র প্রাথমিকে টেট উত্তীর্ণদের একাংশ অবিলম্বে নিয়োগের দাবিতে রাস্তায় নামেন।  সল্টলেকের করুণাময়ীতে টেট এর চাকরিপ্রার্থীরা জড়ো হন। তারপর আচার্য প্রফুল্ল চন্দ্র  ভবনের দিকে এগোনোর সময় তাঁদের পুলিশ বাধা দেয়।   হয় ধস্তাধস্তিও। সৃষ্টি হয় ধুন্ধুমার পরিস্থিতির। পরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।  ওই জায়গা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়।