রাজীব মুখার্জী :: অবতক খবর :: হাওড়া ::    বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে পুনরায় চালু হতে চলেছে হাওড়ার সমস্ত কনটেইনমেন্ট এলাকায় লকডাউন। বুধবার সকাল থেকেই তারই প্রস্তুতি নিয়েছে পুলিশ এবং প্রশাসন। কনটেইনমেন্ট এলাকায় বাসিন্দাদের যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। খুব প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘর থেকে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। প্রত্যেককেই মুখে মাক্স পরে বেরোনোর নির্দেশ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি দোকানপাট, বাজার এবং অফিসে ভিড় করতে মানা করা হচ্ছে।

আজ থেকেই বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হবে বলে জানা গেছে। মধ্য হাওড়া মল্লিকফটক এলাকা, কালিবাবুর বাজার এলাকা, টিকিয়াপাড়া বেলিলিয়াস রোড এলাকা, শিবপুরের পিএম বস্তি এবং চওড়া বস্তি এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে খবর গোটা জেলায় ১৪৬ টি এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হয়েছে যেখানে লকডাউন কড়াকড়ি করা হয়েছে।