অবতক খবর,১২ সেপ্টেম্বরঃ চিটফান্ড মামলায় বারংবার হাজির এড়িয়েছেন বীজপুর বিধায়ক সুবোধ অধিকারী। সমস্ত নথিপত্র পেশ করতে বিধায়ক সময় চেয়েছিলেন কিছুদিনের। আর আজ কলকাতা হাইকোর্ট সিবিআইকে নির্দেশ দেন যে,তিন ঘন্টার বেশি বিধায়ককে জেরা করতে পারবে না সিবিআই।

শুধু তাই নয়,তাঁকে যদি সাক্ষী হিসেবে জেরা করতে হয় তবে তার ৭২ ঘণ্টা আগে তাঁর কাছে নোটিশ পাঠাতে হবে এবং তার দশ দিনের মধ্যে তাঁকে গ্রেপ্তার করা যাবে না। তবে হাইকোর্ট এও জানিয়েছেন যে, আগামী ২৮শে সেপ্টেম্বরের মধ্যেই সমস্ত নথিপত্র সিবিআইয়ের কাছে জমা দিতে হবে সুবোধ অধিকারীকে।

আর এই রায় শুনে যেন হাতে চাঁদ পেয়েছেন বীজপুরের তৃণমূল কর্মীরা। আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কাঁচরাপাড়া থানার মোড় সংলগ্ন বিপীন বিহারী গাঙ্গুলী তৃণমূল কার্যালয়ের সামনে বাজি ফাটিয়ে হই-হুল্লোড় করে আনন্দ মহোৎসব পালন করলেন তৃণমূল কর্মীরা।

শুধু তাই নয়,জয়জয়কার হলো বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর এবং একাধিক সিবিআই বিরোধী স্লোগান উঠলো সেখানে।