অবতক খবর,২২ সেপ্টেম্বরঃ আজ হাইকোর্টে ডিএ মামলায় আবারও ধাক্কা খেল রাজ্য সরকার! হাইকোর্টে ডিভিশন ব্যাঞ্চ খারিজ করলো, রাজ্য সরকারের পুনঃবিবেচনের আজি! হাই কোর্টের রায় দিয়েছিল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্র সামন্ত ডিভিশন বেঞ্চ সেই রায় বহাল রাখল! অর্থাৎ তৃতীয়বারের জন্য খারিজ হয়ে গেল রাজ্য সরকারের অজি ডিএ মামলায়!

কর্মচারীর সংগঠনের পক্ষ থেকে আজকের এই রায় কে স্বাগত জানলেন বিচার ব্যবস্থার প্রক্রিয়াকে ধন্যবাদ জানান, রাজ্যে যখন একটা সরকার চূড়ান্ত-অগণতান্ত্রিক হয় যারা সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা ছাড়া কিছুই করে না!

বিচারব্যবস্থা সরকারকে দেখিয়ে দেয় ন্যায় পথে চলো কর্মচারীদের পাওনা মিটিয়ে দাও! এরপরেও যদি আইনি লড়াই সুপ্রিম কোর্ট বন্ধ করায় কর্মচারী সংগঠনও তারাও সুপ্রিম কোর্ট পর্যন্ত দারস্ত হবেন দুইবার ক্যাবিহেট দাখিল করা আছে আরো একবার দরকার হলে করব সরকারের তো মুখ প্রায় পুড়ে গেছে, যেটুকু অবশিষ্ট বাকি আছে সুপ্রিম কোর্ট গেলে পুরোটাই পুড়ে যাবে, পোড়া মুখ নেই সরকারকে ফিরে আসতে হবে!