এই ভারতের মহামানবের সাগর তীরে/ তুমি আমি রয়েছি দাঁড়ায়ে দানবের ভিড়ে….

স্বদেশএখন
তমাল সাহা

(এক)

খালাস

দক্ষিণ মহাসাগরের দেশ
আমরা ভালো আছি বেশ!
মসজিদ তো ঐতিহ্যবাহী বাবরি
বিচারক আগেই
খেয়ে নিয়েছিল রাবড়ি।

আইন সে তো ভাঙা জুতো পায়
জানাই ছিল কি দেবে রায়।
ভারতীয় বিচার কান্ডজ্ঞান হীন
দেখতে লাগে নাকি দূরবীন!

সকলেই জানতো অভিযুক্তরা
পেয়ে যাবে খালাস
রে ভারতীয় গণতন্ত্র! সাবাস! সাবাস!

তোমাদের শুধু হা হুতাশ।
কপাল চাপড়াও,ময়দানে নামো না
এটাই ভগৎ ক্ষুদি রবির দেশের সর্বনাশ।

(দুই)

বেকসুর

দোষ কারও নয় গো মা!
কেন চাইব ক্ষমা?
যত দোষ নন্দ ঘোষ
ওই যে বলে না, জনরোষ!
তারাই ভাঙলো মসজিদ
যত ছিল আক্রোশ।

যখন ভাঙছিল বাবরি
আমরা ছিলাম চুপচাপ
খাচ্ছিলাম পুরু সর রাবড়ি।

আমরা শান্ত শিষ্ট সুবোধ বালক
মাথায় গোঁজা গেরুয়া পালক।
দোষ কারও নয় গো মা!
হরে কৃষ্ণ, হরে রামা।

আমরা নয় গো মা অসুর!
কোর্ট দিয়েছে বলে, আমরা বেকসুর।