অবতক খবর,২২ জানুয়ারি: ২০০৯ সালে একটি আইন পাস হয়। যে স্থায়ী শিক্ষকরা কোনো প্রাইভেট টিউসানি করতে পারবেনা।
কিন্তু সেই আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বহু স্থায়ী শিক্ষকরা প্রাইভেট টিউশনি চালাচ্ছেন, দাবি পশ্চিমবঙ্গ গৃহশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে।

শনিবার সকালে কাকদ্বীপ এলাকার বেশ কয়েকটি স্থায়ী শিক্ষকদের প্রাইভেট টিউশন সেন্টারে ওই আইনের সচেতনতার বার্তা নিয়ে পৌঁছায় গৃহশিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা।
কোন কোন শিক্ষক তাদের এই বার্তা সাদরে গ্রহণ করেন, আবার কিছু শিক্ষক বিতর্কে জড়ান।

জানা গেল, ইতিমধ্যেই এই বিষয়ে উচ্চ আদালতে পশ্চিমবঙ্গ গৃহ শিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।