অবতক খবর,২২ ডিসেম্বরঃ হার কাঁপানো শীতের রাতে স্টেশন চত্বরে আশ্রয় নেওয়া অসহায় শীতার্ত মানুষদের শীত বস্তু তুলে দিল সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্যরা।

শীতার্তদের কথা ভেবেই বুধবার মুর্শিদাবাদের আজিমগঞ্জ শহরে হার কাপানো শীতকে উপেক্ষা করেই সাগরদিঘী উইনার ওয়েল ফেয়ার ট্রাস্ট এর সদস্যরা ছুটে গেলেন আজিমগঞ্জ জংশনে এবং আজিমগঞ্জ সদর ঘাট চত্তরে।

শীতের রাতের স্টেশনে থাকা শীতার্ত মানুষদের মুখে হাসি ফোঠাতে, উষ্ণ ভালোবাসা শীতবস্ত্র বিতরণ করল ট্রাস্ট এর সদস্য রা। ট্রাস্ট এর সম্পাদক সঞ্জীব দাস জানান আমরা ট্রাস্টের পক্ষ থেকে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ থেকে শুরু করে মানব সেবা পর্যন্ত সমস্ত কাজই করে থাকি পাশাপাশি রাতের বেলায় প্রতিটি স্টেশনে গিয়ে স্টেশনে থাকা অসহায় মানুষদের মুখে খাবারও তুলে দিই, আজকে সেই মানুষ গুলোর কথা ভেবেই শীতবস্ত্র নিয়ে এসেছি এবং তাদের হাতে তুলে দিলাম, একটু হলেও তারা রাতে আরাম করে ঘুমাতে পারবে। এদিন ৩৫ জন দুঃস্থ মানুষদের হাতে তুলে দেওয়া হয় এই শীত বস্ত্র।