অবতক খবর,১০ ফেব্রুয়ারিঃ নৈহাটি বিধানসভার অন্তর্গত জেঠিয়া বিজনা অঞ্চলের বাসিন্দা জয়দেব দে ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হন, ভাইবাও তিনি দেন। কিন্তু তার পর থেকে তিনি আর ডাক পাননি।

এর পরই তার সঙ্গে পরিচয় হয় হালিশহরের বাসিন্দা দিব্যেন্দু সরকারের। তিনি নিজেকে তৃনমূলের কর্মী বলে পরিচয় দেন এবং তাকে কথা দেন যে তিনি তার চাকরি করিয়ে দেবেন। এমন কি তৃণমূলের একাধিক বড় নেতাদের সাথে তার যোগাযোগ আছে বলে পরিচয় দেন।

যে

এর পরে জয়দেব দে তার জমি ,তার স্ত্রীর গহনা বিক্রি করে এবং আত্মীয় পরিজনদের কাছ থেকে ধার করে ছয় লক্ষ টাকা তাকে দেন দিব্যেন্দু সরকারকে। এর পর থেকে দিব্যেন্দু আজ হবে কাল হবে বলে ঘোরাতে থাকেন।ফোন করলে ফোন বন্ধ করে দেন।

পরবর্তীতে তিনি অভিযোগ জানান জেঠিয়া থানায়।

সেই অভিযোগের ভিত্তিতে জেঠিয়া থানা গ্রেফতার করে দিব্যেন্দু সরকারকে।