অবতক খবর, সুজিত , হুগলী: সিঙ্গুর:- আগামী বিধানসভা নির্বাচনকে পাঁখির চোঁখ করে জনসংযোগ যাত্রার পাশাপাশি কর্মীদের নিয়ে গোপন বৈঠক ও করেন ।

তকাল সিঙ্গুরের আনন্দ নগরে কেন্দ্রীয় সরকারের কৃষি সুরক্ষা আইন নিয়ে কৃষকদের সঙ্গে বৈঠক করার পর , শুক্রবার সকাল থেকে তিনি সিঙ্গুরের কাঁপাসহাঁড়িয়া গ্ৰাম পঞ্চায়েতের উগারদহ থেকে বাইক মিছিল করেন।

 

তার আগে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো দেন। পরে কর্মীদের নিয়ে গোপন বৈঠক করেন গ্রামের লজে। দুপুরে আরো দুটি কর্মীসভা করে হোড়পুর গ্রামে বিজেপি কর্মীর বাড়িতে মধ্যান্নভোজ করে, রাতে ধনেখালিতে রাত্রীবাস করবেন।

লকেট চ্যাটার্জী বলেন, সিঙ্গুর থেকেই পদ্ম ফোঁটা শুরু হবে। পাশাপাশি শুভেন্দু প্রসঙ্গে বলেন, তৃনমূলে গোষ্ঠী কোন্দলে সকলেই পদ ছেড়ে দিচ্ছেন। মমতা ব্যানার্জী তাঁদের ধরে রাখতে পারছেন না।

 

আগামীদিনে যাঁরা মানুষের সঙ্গে কাজ করতে চান, তাঁদের জন্য ভারতীয় জনতা পার্টির দরজা খোলা হয়েছে।