অবতক খবর :: নদীয়া ::    সাধারণ মানুষকে এবং চালকদের সুরক্ষা সম্পর্কে সচেতন করতে বুধবার সকালে কৃষ্ণনগর ডিসট্রিক্ট পুলিশের পক্ষ থেকে পালিত হলো সেফ ড্রাইভ সেভ লাইভ এর কর্মসূচি। সচেতনতামূলক এই কর্মসূচিতে এই দিন সকালে এসপি অফিস থেকে পুলিশকর্মীরা মোটরসাইকেল চালিয়ে কৃষ্ণনগর শহরের বিভিন্ন এলাকায প্রদক্ষিণ করেন।

এদিনের শোভাযাত্রার অগ্রভাগে ছিলেন কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট জেলা পুলিশ সুপার জাফর আজমল কিদোয়াই সহ ডি এস পি ডি এন টি মাকসুদ হাসান ও অন্যান্য পুলিশ কর্তারা। এদিন অনুষ্ঠানের শেষে পুরস্কার সিভিক ভলেন্টিয়ারদের তুলে দেওয়া হয় এবং সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

জেলার তেইশটি থানা দুটি মহিলা থানা এবং একটি সাইবার ক্রাইম থানা থানায় পালিত হয় সেভ ড্রাইভ সেফ লাইভ অনুষ্ঠান। চার বছরের পূর্তি উপলক্ষে এবং যানবাহন চালকদের সচেতন করার জন্য বিভিন্ন ট্যাবলো বেলুন সহযোগে সুসজ্জিত শোভাযাত্রায় অংশগ্রহণ করতে দেখা যায় প্রত্যেক সিভিক কনস্টেবল এবং এসআই সহ ওসিদেরও।

শান্তিপুর থানার উদ্যোগে দীর্ঘ মোটরসাইকেল রেলিতে চালক রূপে দেখা গেল ওসি সুমন দাস এবং আরোহী হিসেবে দেখা গেল জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু কে।