অবতক খবর,৬ জুলাই,সনৎ বর্মন,কোচবিহারঃ স্বপ্ন ছিল কেদারনাথ ভ্রমণের। কিন্তু অর্থাভাবে তা পূরণ হয়ে উঠেছিল না। তাই এবার নিজের স্বপ্ন পূরণ করতে বাইসাইকেল নিয়ে “সেভ ট্রি সেভ লাইভ”এই উক্তিটি কে সামনে রেখে পরিবেশ রক্ষার বার্তা দিতে দেবভূমি কেদারনাথ এর উদ্দেশ্যে সাইকেল নিয়ে রওনা দিল কোচবিহার জেলার ভারত বাংলাদেশ সীমান্তের ২ যুবক।

কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের সীমান্তবর্তী জামালদহ জয় কালীবাড়ি পাড়ায় বাড়ি ২ যুবকের বছর ২২ এর একজনের নাম সুমন চক্রবর্তী ও অপরজন শুভঙ্কর (মদন) সাহা। পরিবেশ রক্ষার বার্তা দিয়ে মঙ্গলবার সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে তারা। এই অভিনব যাত্রাকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। জামালদহের এই দুই যুবক দীর্ঘদিন থেকেই পরিকল্পনা করেছিলেন, এমনই একটি বার্তা সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিতে।

তবে প্রয়োজনীয় অর্থের অপ্রতুলতার জন্য তাদের সেই পরিকল্পনা সফল হয়ে ওঠেনি। অবশেষে সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে হাতে কিছু টাকা ও সাইকেল নিয়ে ৫ জুলাই বের হয়ে পড়ে তারা।