বারুদ বালিকা অগ্নিমন্ত্রে দীক্ষিতা কল্পনা দত্তের প্রস্থান দিবস ৮ ফেব্রুয়ারি, তাঁকে শ্রদ্ধা জানিয়ে এই লেখা

সেই মেয়েটির কথা
তমাল সাহা

এইভাবে মেয়েটি
সাইকেল চড়া নৌকাবাইচ শিখতে শিখতে
কিশোরী হয়ে যায়
আর দেশের দিকে তাকায়

এইভাবে মেয়েটি
বিজ্ঞান নিয়ে পড়তে পড়তে
গান কটন বানাতে বানাতে তরুণী হয়ে যায়
আর দেশের দিকে তাকায়

এইভাবে মেয়েটি প্রশ্ন তোলে
কেন মেয়েদের নেওয়া হবে না বিপ্লবী দলে
তখন সে নারী হয়ে যায়
আর দেশের দিকে তাকায়

এইভাবে মেয়েটি আর প্রীতিলতা
মাস্টারদার কাছে গোপনে পিস্তল ছোড়া শিখতে শিখতে কার বুক চাঁদমারি করে!
তখন গান মাস্টার তারা
শুধু দেশের দিকে তাকায়

এইভাবে মেয়েটি
বড় হতে হতে আশ্চর্য পুরুষ হয়ে
ইউরোপিয়ান ক্লাব আক্রমণ করে
রবীন্দ্রনাথ তখন তাকে বলে, এই অগ্নিকন্যা কাছে আয়
তখন দেশের ছায়াপাত তার চোখের তারায়

এইভাবে মেয়েটি
ক্রমে ক্রমে আরও দীর্ঘতর হতে থাকে
মাটি আর মেহনতি মানুষের দিকে ঝুঁকে গেলে সম্পূর্ণ কমরেড হয়ে যায়
আর দেশের দিকে তাকায়

ক্রমাগত মেয়েটি
চিনে ফেলে লাল নিশানের বিশাল বিস্তার
কি করতে পারে কমিউনিস্ট পার্টি

মেয়েটি আর সেই মেয়েটি নেই
নারীযোদ্ধা হয়ে যায়
তখন সূর্যের চোখে চোখ রেখে
এই বন্ধুর মাটিতে তার হাঁটাহাঁটি

মেয়েটি মাথা উঁচু করে এগিয়ে যায়….