অবতক খবর,হরিশ্চন্দ্রপুর:সানু ইসলাম:১০ আগষ্টঃ রাজ্যের বিভিন্ন জায়গায় পঞ্চায়েতের বোর্ড গঠনকে ঘিরে অশান্তির ছবি দেখা গেলেও, এদিন নির্বিঘ্নে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ডিজে বাজিয়ে জয়ী প্রার্থীদের নিয়ে বাইক মিছিলের মধ্য দিয়ে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করলেন তৃণমুল কংগ্রেস।তবে এই গ্রাম পঞ্চায়েতের সামনে ভিন্ন দেখা গেলো।পঞ্চায়েতের বোর্ড গঠনের আগেই গলায় মালা পড়িয়ে প্রধান এবং উপপ্রধান ঘোষণা করলে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।

উল্লেখ্য মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নং ব্লকের সুলতান নগর গ্রাম পঞ্চায়েতের মোট ৩০ টি আসনের মধ্যে ১৯ টি আসনে তৃণমূল কংগ্রেস, ৪ টি আসনে কংগ্রেস, ৬ টি আসনে সিপিআইএম ও ১ টি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করেন।আজ বোর্ড গঠনে ২৩ – ৭ ভোটের ব্যবধানে সিপিআইএম কে পরাস্ত করে তৃণমূল কংগ্রেসের প্রধান হন ধর্মা মণ্ডল এবং উপপ্রধান হন বিদায়ী উপপ্রধান গুড্ডু খানের স্ত্রী মর্জিনা খাতুন। এদিন ৩ জন জাতীয় কংগ্রেস জয়ী প্রার্থী এবং ১ জন নির্দল জয়ী প্রার্থী পঞ্চায়েতের বোর্ড গঠনের তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন বলে সূত্রে খবর।

এদিন মালদা জেলা পরিষদের তৃণমূল কংগ্রেস জয়ী প্রার্থী বুলবুল খান বলেন, হরিশ্চন্দ্রপুর বিধানসভার মধ্যে সুলতান নগর গ্রাম পঞ্চায়েত সাংগঠনিক ভাবে খুব শক্তিশালী।এই পঞ্চায়েতের প্রচুর উন্নয়ন মূলক কাজ করা হয়েছে।আমরা নির্বাচনের ফল ঘোষণার দিনেই সর্বসম্মত ভাবে প্রধান এবং উপপ্রধানের নাম ঘোষণা করে ফেলি।