অবতক খবর,১১ এপ্রিল : বকেয়া ডিএ’র দাবিতে আন্দোলন এবার দিল্লির দরবারে নিয়ে গিয়েছেন প্রতিবাদীরা। শীর্ষ আদালতে আবারও পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। আগামী ২৪শে এপ্রিল পরবর্তী শুনানি হবে বলে সূত্রের খবর। ফলে বকেয়া আদায়ে সবুজ সংকেত মিলল কি না, তার জন্য আরও ২ সপ্তাহ অপেক্ষা করতে হবে ডিএ আন্দোলনকারীদের।

এদিকে, এবারের সফরে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার সুযোগ পেলেন না ডিএ আন্দোলনকারীরা। মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করা নিয়ে আশা উজ্জ্বল হলেও পরে তা বাতিল হয়েছে। তাই তাঁকে ইমেল করে নিজেদের দাবিদাওয়া জানান আন্দোলনকারীরা। পরবর্তীতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সময় চেয়ে দেখা করবেন বলে জানিয়েছেন তাঁরা।

বকেয়া মহার্ঘ্যভাতা ছাড়াও একাধিক দাবি রয়েছে যৌথ সংগ্রামী মঞ্চের। শূন্যপদ পূরণ, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ ছাড়াও বেশ কয়েকটি দাবি। সেসব আদায়ের জন্য দিল্লিতে তাঁদের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।