অবতক খবর,১১ এপ্রিল : রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিকাণ্ডে এই প্রথম ইডি দফতরে হাজিরা দিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সচিব রত্না চক্রবর্তী বাগচী। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন রত্না। প্রথম বার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রত্না।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদে মানিক ভট্টাচার্য যখন ছিলেন, সেই সময় সচিব পদে কর্মরত ছিলেন রত্না। এর আগে, কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন রত্না। সেই সময় সিবিআই-এর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন রত্না।

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যকে। বর্তমানে জেলে রয়েছেন তিনি। অতঃপর নিয়োগকাণ্ডে এক-এক নতুন তথ্য হাতে উঠে এসেছে বলে দাবি করেছেন তদন্তকারীরা। নিয়োগে দুর্নীতির সময় পর্ষদের সচিব ছিলেন রত্না। এই নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারেন তদন্তকারীরা।