অবতক খবর , সংবাদদাতা , মুর্শিদাবাদ :- কৃষি আইন প্রসঙ্গে মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। কৃষি বিলের বিরোধিতা করেছিল বিরোধী দলগুলি তা সত্ত্বেও আইন পাস করা হয়েছিল এবং প্রতিবাদ জানানো হয়েছিল পার্লামেন্টে অনশন করা হয়েছিল কংগ্রেস দলের পক্ষ থেকে আন্দোলন করা হয়েছিল। কেন্দ্র সরকারের বক্তব্য কৃষকদেরকে খুশি করতেই এই নয়া আইন নিয়ে আসা হয়েছে। কিন্তু অধীর বাবু জানান এই আইনে কৃষকরা খুশি হচ্ছে না।

যদি এই আইনে কৃষকরা খুশি হতেন তাহলে লাখ লাখ কৃষক কি পথে নেমে আন্দোলন করছেন প্রচন্ড এই ঠান্ডার মধ্যে কৃষকেরা লাগাতার আন্দোলন করে চলেছেন এবং ৬০ জনের ওপর কৃষকের মৃত্যু হয়েছে, সরকার এখনো পর্যন্ত আটবার আলোচনায় বসেছেন কিন্তু তারা মনে করছেন এরপরে কৃষকরা ক্লান্ত হয়ে গেলে আন্দোলন থেকে সরে দাঁড়াবেন। ভারতের কৃষকরা অত সহজে তারা আন্দোলন ছাড়বে না এবং কংগ্রেস দল বলেছে এটা কৃষি বিরোধী আইন।সেই কারণে এই বিল নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো কেন্দ্র সরকার। আন্দোলনের তীব্রতা দেখেই সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান এই আন্দোলন যাতে কৃষকরা সফল হয় সেই চেষ্টাই করা হবে।