অবতক খবর, সংবাদদাতা ,দেবাশিস মালিক, গোসাবা:- শনিবার সকাল সাড়ে ৮ টায় সুন্দরবনের গোসাবার সাতজেলিয়ার দয়াপুরে আসেন তিনি। বিনাপানি নদীপাড়া এলাকায় ঘূর্ণিঝড় আমফানের দাপটে ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। সেখানে গ্রামের রাস্তায় ঘুরে রাস্তার উন্নয়ন নিয়েও তিনি কথা বলেন। সুন্দরবনের নদী বাঁধের ক্ষয়ক্ষতিও তিনি খতিয়ে দেখেন।

আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে মন্ত্রী কথা বলে জলপথে লঞ্চে করে চলে যান সজনেখালিতে। তাঁর সঙ্গে ছিলেন গোসাবা বিডিও সৌরভ মিত্র, জেলা পরিষদের সদস্য অনিমেষ মন্ডল সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। শুক্রবার সড়ক পথে মন্ত্রী গৌতম দেব আসেন গঁদখালিতে। সেখান থেকে জলপথে লঞ্চ করে যান পাখিরালয়ে। সেখানে মন্ত্রী ট্যুর ও লঞ্চ অ্যাসোসিয়ানের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁরা জানান প্রতি বছর সরকারি নিয়ম অনুযায়ী বর্ষাকালে ট্যুর বন্ধ থাকে। তবে ১৫ সেপ্টেম্বরের পর থেকে সেই নিষেধাজ্ঞা উঠে যায়। তাই সঠিক সময়ে যাতে সুন্দরবনে ট্যুর চালু হয় তার জন্য মন্ত্রীর কাছে তাঁরা আবেদন জানান। শনিবার মন্ত্রী গৌতম দেব জলপথে সুন্দরবনের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন। পাশাপাশি সুন্দরবনের সৌন্দর্য কিভাবে বারানো যায় সেদিকেও লক্ষ্য দেন। গোসাবার জেলা পরিষদের সদস্য অনিমেষ মন্ডল দয়াপুরে একটি ‘হোমস্টে’ করার প্রস্তাব দে‌ন। মন্ত্রী প্রতিশ্রুতি দেন বিষয়টি গুরুত্ব সহকারে দেখার। মন্ত্রী গৌতম দেব জানান, আমফানে ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে কথাবার্তা হয়েছে। তাঁরা বলেছে সরকারি ক্ষতিপূরণ পেয়েছেন।