সিভিক ভলেন্টিয়ার রাজিব দলুই

অবতক খবর, সংবাদদাতা ,দেবাশিস মালিক, কুলপি: – শনিবার সকালে কুলপি থানার নিশ্চিন্তপুর জামতলায় এক ব্যবসায়ীকে মারধর করার অভিযোগ উঠল সিভিক ভলেন্টিয়ার পুলিশ রাজীব দলুইবির,রুদ্ধে l ওই ব্যবসায়ী দুধের ব্যবসা করেন l শনিবার সন্ধ্যায় ওই ব্যবসায়ী পীযূষ কান্তি ঘোষ বলেন, কুলপি থানার নিশ্চিন্তপুর এলাকায় তার গাড়ির সাথে একটি গাড়ির দুর্ঘটনা ঘটে l সেই দুর্ঘটনার মধ্যস্থতাকারী হিসেবে সিভিক ভলেন্টিয়ার , রাজীব দলুই ওই ব্যবসায়ীর কাছ থেকে সাত হাজার টাকা নেন l ওই ঘটনা কুলপি থানার পুলিশ মহলে জানাজানি হওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয় l এরপর সিভিক ভলেন্টিয়ার রাজিব দলুই শনিবার ওই ব্যবসায়ীকে জামতলার কাছে এসে গলাধাক্কা দিয়ে মারধর করে l ব্যবসায়ী সঙ্গে সঙ্গে কুলপি থানার সাব-ইন্সপেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর এর কাছে জানান l শনিবার সন্ধ্যায় কুল্পি থানায় এসে অভিযোগ দায়ের করেন সংশ্লিষ্ট সিভিক ভলেন্টিয়ার রাজিব দলুই বিরুদ্ধে l এই বিষয় রাজিব দলুই জানান, তিনি ওই ব্যবসায়ীর কাছ থেকে কোনো ভাবে টাকা নেননি l তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার হচ্ছেl , তবে ওই ব্যবসায়ীকে তিনি গলাধাক্কা দিয়েছেন সেটা স্বীকার করে নেন l স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, কুলপি থানার অধীনে থাকা সিভিক ভলেন্টিয়ার কোথায় কি করছে, তা নিয়ে মাথা ব্যাথা নেই পুলিশের পদস্থ কর্তাদের l এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, সিভিক পুলিশদের দাদাগিরি ও দৌরাত্ম্যে নাজেহাল এলাকার ব্যবসায়ী থেকে বাসিন্দারা l সবাই আতঙ্কের মধ্যে ভুগছেন l নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন ব্যবসায়ী জানালেন, রাজ্যের এক মন্ত্রীর নাম করে এই এক সিভিক ভলেন্টিয়ার বিভিন্নভাবে প্রণামী তুলছেন l অভিযোগ ভয় দেখাচ্ছেন ব্যবসায়ী থেকে বাসিন্দাদের l