অবতক খবর :: মুর্শিদাবাদ ::    দক্ষিণ ২৪ পরগনায় বিধ্বংসী আমপান এ সুন্দরবন ও তার পার্শ্ববর্তী এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা প্রায় সকলেরই জানা। সেখানকার ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল সুদূর মুর্শিদাবাদ থেকে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট।

সুন্দরবনের বাসন্তী ব্লকের সেখান থেকে পুরন্দর বাসুদেবপুর কলোনি সমস্ত বিধবাদের হাতের তুলে দেওয়া হয় ত্রাণ ও দান সামগ্রী। প্রত্যেককে ৫ কেজি চাল, ২৫০ গ্রাম ডাল, ১ কেজি আলু, ২৫০ গ্রাম মুড়ি, একটা সোয়াবিন প্যাকেট ও এক প্যাকেট বিস্কুট তুলে দেওয়া হয়।

মুর্শিদাবাদ সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট বহু সামাজিক কাজকর্ম জেলার বিভিন্ন প্রান্তে কাজ করে থাকে। খাদ্য সামগ্রী পেয়ে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এর সকল সদস্য ও সদস্যাদের।