অবতক খবর,৩১ জানুয়ারিঃ সারদা কর্তা সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়কে আজ চুঁচুড়া আদালতে পেশ করা হয়।পোলবা ও চন্দননগর থানার দুটি পৃথক মামলায় এদিন হাজির করানো হয় সারদা কর্তা ও তার সঙ্গীকে।সারদা চিটফান্ড মামলায় সিবিআই তদন্ত চলছে।জেল হেফাজতে রয়েছেন সারদা কর্তা।

চন্দননগর থানায় বিশ্বনাথ অধিকারী নামে এক সারদা এজেন্ট ২০১৩ সালে মামলা করেছিলেন।সারদা এজেন্টদের দিয়ে টাকা তুলে আত্মসাৎ করেছে।পোলবা থানায় গ্লোবাল অটো মোবাইল কেনার পর কর্মিদের পিএফ এর টাকা সংক্রান্ত মামলা হয়।সেই দুটি মামলা রাজ্য পুলিশ রয়েছে তদন্তের দায়িত্বে।

সুদীপ্ত দেবযানীর আইনজীবী মৃন্ময় মজুমদার আদালতে জানান গত দশ বছর ধরে আটক রয়েছে।সিবিআই এর হাতে এই দুটি মামলা হস্তান্তর করা হোক।এই মর্মে সুপ্রিমকোর্টের একটি রায় শোনান তিনি।যেকোনো শর্তে দুজনের জামিন দাবী করেন আইনজীবী।আদালত জামিন নাকচ করে মামলার দিন পিছিয়ে দেয়।