অবতক খবর,৩১ জানুয়ারিঃ প্রণয় ঘটিত কারণে জলে ডুবে আত্মহত্যা এক তরুণীর। ঘটনাটি ঘটে রানাঘাটের নন্দী ঘাট এলাকাতে। পরিবার সূত্রে খবর, আত্মহত্যা কারী তরুণীর নাম অনিশা বর্মন। অনিশা বর্মনের বাবা সঞ্জীব বর্মনের দাবি, তিনি কাজের সূত্রে দিঘাতে বেশিরভাগ টাইম থাকেন, হঠাতই সোমবার রাত্রে তার কাছে ফোন যায় রানাঘাট থানা থেকে। খবর পেয়ে তিনি ছুটে আসেন নিজের বাড়িতে নন্দী ঘাটে। সেখানে এসে তিনি জানতে পারেন তার একমাত্র কন্যা অনিশা বর্মন জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। ঐ এলাকারই চন্দন বর্মন নামে এক যুবকের সাথে তার কন্যা অনিশা বর্মনের প্রণয় ঘটিত কোন সম্পর্কের কারণে বাকবিতণ্ডা থেকেই সোমবার জলে ঝাঁপ দেয় তার মেয়ে। স্থানীয়রা দাবি করছেন অনিশা বর্মন যখন জলে ঝাঁপ দেন তখন তার সাথে দুইজন যুবকও ছিল।

তারা চাইলে অনিশা বর্মনকে সেই মুহূর্তেই সহযোগিতার হাত বাড়িয়ে রক্ষা করার চেষ্টা করতে পারতেন। কিন্তু তা তারা করেননি। এই ঘটনায় সঞ্জীব বর্মন অর্থাৎ অনিশা বর্মনের পিতা যথাযজ্ঞ শাস্তির দাবী চান ওই দুই যুবকের। অন্যদিকে স্থানীয়রা ও দাবি করছেন মঙ্গলবার সকাল 11 টা পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনরকম সহযোগিতা পাননি তারা। সোমবার রাত্রি থেকে মঙ্গলবার দুপুর গড়িয়ে গেলেও অনিশা বর্মনের দেহ উদ্ধার কাজে কোন ভাবেই হাত লাগাননি প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয়রা খুব উগড়ে দিয়েছেন প্রশাসনের প্রতি। এর সুবিচার চাইছেন।