অবতক খবর,২৭ সেপ্টেম্বরঃ  সাপ নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে। মন্তেশ্বর ব্লকের দেনুর পঞ্চায়েতের ধেনুয়া ও দাউকোডাঙ্গা এলাকায় মন্তেশ্বর ব্লক প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত শিবিরে বিডিও গোবিন্দ দাস, মন্তেশ্বর থানার আধিকারিক কুনাল বিশ্বাস , সহ বিভিন্ন সর্প বিশেষজ্ঞ ও এলাকার মানুষজন উপস্থিত ছিলেন ।

বিডিও জানান প্রতিবছর মন্তেশ্বর ব্লকের বেশ কিছু মানুষ সাপের কামড়ে মারা যান। গত এক মাসে ধেনুয়া এলাকায় দুজন এবং দাওকাডাঙ্গা এলাকায় একজন সাপের কামড়ে মারা গিয়েছেন। মূলত সচেতনতার অভাবের জন্য সাপের কামড়ে জীবনহানির ঘটনা বেশি ঘটছে। সাপে কামড়ালে তৎক্ষণাৎ কি করা উচিত, সে সমস্ত বিষয়গুলি এ দিনের শিবিরে তুলে ধরা হয়েছে।

মূলত সাপের কামড়ে মৃত্যুর ঘটনা রোধ করতেই এই ধরনের উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।