অবতক খবর,৪ ডিসেম্বর: পড়ুয়াদের বিদ্যালয়মুখী করতে শিক্ষকদের সাথে উপস্থিত পড়ুয়ারাও এসো বন্ধু বিদ্যালয়ে যাই শ্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে গ্রামের পর গ্রাম পরিক্রমা করা হয় শনিবার।বীরভুম জেলার কাঁকরতলা থানার রসা রাজলক্ষ্মী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে এই ব্যবস্থা।সবুজ সাথী সাইকেলে রঙীন বেলুন, প্লেকার্ড লাগিয়ে সম্মুখে কন্যাশ্রী, ছাত্র ও শিক্ষক শিক্ষিকাদের যৌথ পদযাত্রার মাধ্যমে স্থানীয় গ্রাম গুলি পরিক্রমা করা হয় এবং বিদ্যালয়ে না আসা পড়ুয়াদের অভিভাবকের সাথে ও আলোচনা করা হয় বিদ্যালয়ে পাঠানোর জন্য।উল্লেখ্য লকডাউন ও করোনা পরিস্থিতিতে দীর্ঘ ২০ মাস বিদ্যালয় বন্ধ ছিল।

বিদ্যালয় চালুর আভাস পেয়ে অভিভাবকদের সঙ্গে যেমন মিটিং করা হয়,পাশাপাশি করোনা বিধি সতর্কতা অবলম্বন করে বিদ্যালয়ে যেমন বলা হয় তেমনি বিদ্যালয় শ্রেণীকক্ষ সহ চত্ত্বরে স্যানিটাইজের বন্দোবস্ত করা হয়।সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশ মোতাবেক গত ১৬ নভেম্বর বিদ্যালয়ের পঠনপাঠন শুরু হয়, নবম হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ।

কিন্তু পড়ুয়াদের উপস্থিতি হতাশাজনক, এজন্য অভিভাবকদের সঙ্গে মিটিং করার পর ও কোনো পরিবর্তন হয়নি।এরপর রসা রাজলক্ষ্মী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে সহকারী শিক্ষকদের নিয়ে গ্রামে গ্রামে মাইকিং করতে বেরিয়ে পড়েন, পড়ুয়াদের স্কুলে আসার আহ্বান জানাতে। গত শনিবারের পর আজ ফের পড়ুয়াদের বিদ্যালয়ের অঙ্গনে আনতে শিক্ষকদের পাশাপাশি উপস্থিত পড়ুয়াদের নিয়ে অভিনব প্রচার পর্ব সারলেন,এও বলেন আমাদের বিদ্যালয়ের সমস্ত পড়ুয়াদের বিদ্যালয়ের অঙ্গনে আনতে প্রতি শনিবার প্রচার অভিযানের প্রয়াশ চালানো হবে,সেই কথা শোনালেন রসা রাজলক্ষ্মী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্যাণ দে।