অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া বালির বিধায়ীকা বৈশালী ডালমিয়াকে এই ভাষাতেই কটাক্ষ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আজকে বাগনানের বাঙালপুলে মহিলা তৃনমূল কংগ্রেসের ডাকে রাজনৈতিক কর্মীসভা থেকে তোপ দাগেন তিনি বৈশালীর বিরুদ্ধে।

তিনি বৈশালীকে সাতভাই চম্পার পারুল বোন বলেন। তিনি বলেন হঠাৎ দেখলাম ছবিতে একটা চার্টার্ড প্লেনে করে পারুল বোন চলে গেছে।

তিনি বাংলায় জনপ্রিয় এই গানের কলিতে বলেন দিল্লি হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, চার্টার্ড প্লেন এসে গেছে তাই পারুল বোন ডাকলে আর সাড়া পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন মুখ্যমন্ত্রী অনেক করেছেন সকলের জন্য তাই তার হাতকে শক্ত করতে হবে।