অবতক খবর :: পশ্চিম মেদিনীপুর:- সাতসকালে পূর্ণবয়স্ক হাতির মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ব্লকের ভাদুতলা রেঞ্জের অধীনে থাকা জোড়াকুসমা এলাকার বাগমারি জঙ্গলে।স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ভোর নাগাদ হাতির মৃতদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা।

সাথে সাথে খবর দেয়া হয় মৌপাল বিট অফিসের বনদপ্তর আধিকারিকদের।ঘটনাস্থলে পৌঁছায় বনদপ্তর আধিকারিকরা বনদপ্তরের আধিকারিকদের প্রাথমিক অনুমান শারীরিক অসুস্থতার কারণে মৃত্যু হয়েছে ওই পূর্ণবয়স্ক হাতিটির। যদিও গোটা ঘটনার তদন্ত করছে বনদপ্তর আধিকারিকরা।

উল্লেখ্য গত কয়েক মাস ধরে পশ্চিম মেদিনীপুর জেলার বিক্ষিপ্ত এলাকায় হাতির তাণ্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জমির ফসল।প্রাণও গেছে বেশ কয়েকজনের, শুধু তাই নয় হাতির তাণ্ডবে ঘরবাড়ির ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার এই হাতির মৃত্যুকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।