সহজপাঠ
তমাল সাহা

পড়েছি সহজপাঠ
তাতে লেখা আছে
বনে থাকে বাঘ গায়ে তার ডোরাকাটা দাগ।
রাষ্ট্রে কি থাকে তা লেখা নেই সহজ পাঠে।

লেখক সেদিন রাতে আসে
মুখে তার দীর্ঘ সাদা দাড়ি চুল
আলখাল্লা-জোব্বার বেশে।
আমায় বলে, হয়েছে একটা মহাভুল।
লিখে নে,
রাষ্ট্রে থাকে কাগুজে বাঘ
হালুম হুলুম খুব লম্ফ ঝম্ফ তার
সাচ্চা বাঘের মতো
যখন তুই ভয়ানক উঠবি রেগে
ভয়ে লেজ গুটিয়ে সে কী পড়িমরি ছুট!
রাষ্ট্র যাবে ভেগে।