অবতক খবর,৩ নভেম্বর,সল্টলেক: ফের সল্টলেকে প্রোমোটার রাজের অভিযোগ। মৃত বাড়ির মালিকের স্বাক্ষর জাল করে বাড়ি দখলের চেষ্টা বলে অভিযোগ। গ্রেফতার প্রোমোটার। অভিযুক্ত শ্যামাপ্রসাদ দত্তকে গ্রেফতার করলো বিধাননগর উত্তর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সল্টলেকের এ সি – ১৬২ নম্বর, বাড়ির মালিক রবীন্দ্রনাথ ব্যানার্জির সঙ্গে কয়েকবছর আগে বাড়ি বিক্রি সংক্রান্ত বিষয়ে কথা হয় ওই এলাকার প্রোমোটার শ্যামাপ্রসাদ দত্তের। তবে কিছুদিন পর মৃত্যু হয় বাড়ির মালিক রবীন্দ্রনাথ ব্যানার্জির। বিধাননগর উত্তর থানায় রবীন্দ্রনাথ বাবুর স্ত্রী অভিযোগ করেন ,ওই প্রোমোটার রবীন্দ্রনাথ বাবুর স্বাক্ষর জাল করে একটি ভুয়ো দলিল তৈরি করে, বাড়ি দখল করার চেষ্টা করে । বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে খবর, জাল সই করে নিজের নামে নথি তৈরি করে এই প্রতারণার ছক তৈরি করেছিল অভিযুক্ত প্রোমোটার। বুধবার রাতে অভিযুক্ত প্রোমোটার শ্যামাপ্রসাদ দত্তকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতে তোলা হয়। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় বলে পুলিশ সূত্রে খবর। এই চক্রের সঙ্গে আরও কারোর যোগ রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত প্রোমোটার। তার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা পুরোপুরি সাজানো বলে তিনি দাবি করেন।