অবতক খবর,৯ জুন,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃঘোষিত হয়েছে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। আগামী ৮ ই জুলাই একদফাতেই ভোটদান হবে গোটা রাজ্যজুড়ে। ৯ই জুন শুক্রবার থেকে মনোনয়ন পত্র জমা দেওয়ার কাজ। এই পর্বে তৃণমূল কংগ্রেস সহ বিরোধী বিজেপি সিপিএম কংগ্রেস সহ প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে। পঞ্চায়েত সমিতির সভাকক্ষে অনুষ্ঠিত এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিডিও গোবিন্দ দাস, ব্লক নির্বাচন আধিকারিক দীপঙ্কর ভট্টাচার্য পঞ্চায়েত সমিতির আহমেদ হোসেন শেখ, বিজেপির পক্ষে ঝুলন হাজরা সহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

জানা গেছে পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার ক্ষেত্রে কি কি নির্দেশিকা রয়েছে, ফরম পূরণ করতে কি কি প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন, মনোনয়নপত্র প্রত্যাহার সহ নির্বাচনের আচরণবিধি সে সমস্ত বিষয়গুলি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে।