অবতক খবর :: মুর্শিদাবাদ:: মুর্শিদাবাদ জেলার লালবাগ শহর ঐতিহাসিক হাজারদুয়ারি 31 শে মার্চ পর্যন্ত বন্ধের নির্দেশ দেওয়া হলো। দেশ-বিদেশ থেকে হাজারো পর্যটক আসে এই লালবাগ শহরের হাজারদুয়ারি দর্শন করতে। বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজদৌলা এবং সেই বিখ্যাত স্থানটি করোনা আতঙ্কের কারণে আজ বন্ধ হল।

সরকারের তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যেখানে জনসংযোগ বেশি হবে সেইসব স্থানগুলি বন্ধ রাখা হোক। বহু দোকান আছে এই হাজারদুয়ারির আশেপাশে এছাড়াও আছে মতিঝিল পার্ক ও বড় হোটেল থেকে রেস্তোরাঁ। পুরো লালবাগ শহর ঘুরে দেখা গেল ফাঁকা, পর্যটক নেই বললেই চলে। কপালে ভাঁজ পড়েছে ছোট থেকে বড় ব্যবসায়ী সকলের ।

প্রশাসনের তরফ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে এবং করোনাভাইরাস আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে সব সময় সজাগ থাকার কথা বলা হচ্ছে এবং বিশেষ করে গুজবে কান না দিতে বলা হচ্ছে বারংবার।