অবতক খবর, সৌরভ নস্কর ,দক্ষিণ 24 পরগনা :-   কোভিড19 অতিমারীর পর রবিবার বকখালি সমুদ্র সৈকত এক দুর্ঘটনার সাক্ষী থাকলো যা একপ্রকার কল্পনার বাইরে। একদল পর্যটক বেড়াতে এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনার একদম দক্ষিণে বকখালী সমুদ্র সৈকতে । কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার ও স্থানীয় দোকানদারদের কাছ থেকে জানা যায় যে , ওই দলে মোট ১২ জন পর্যটক এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্থি থানা এলাকা থেকে । এবং এই পর্যটক দলটি ১২ টার সময় সমুদ্রে স্নান করতে নামে সে সময় সমুদ্রে ভাটা চলছিল । এবং ভাটার টান এতটাই বেশি ছিল যে ওই পর্যটক দলের মধ্যে থেকে তিনজন পর্যটক সমুদ্রে তলিয়ে যায় ।

তৎক্ষণাৎ দ্বায়িত্বরত সিভিক ভলেন্টিয়ারা দুজন পর্যটককে উদ্ধার করলেও তৃতীয় পর্যটক আতিউর রহমান মিস্ত্রিকে উদ্ধার করতে পারেনি । তিনি ভাটার টানে সমুদ্রে তলিয়ে যান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় প্রশাসন ও ফ্রেজারগঞ্জ উপকূলরক্ষী বাহিনীকে ।এক দিন পরে আজ সকালে নদীর চড় থেকে আতিউর রহমানের মৃতদেহ উদ্ধার করা হয়।