অবতক খবর , সংবাদদাতা , পূর্ব বর্ধমান: – রাজ্য সরকারের অন্যতম সফল প্রকল্প কন্যাশ্রী প্রকল্প। সেই কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে সারা রাজ্যে যুক্ত আছেন অন্তত ৭০০ কর্মী। দীর্ঘদিন ধরে তাঁরা তাঁদের ন্যায্য প্রাপ্য পাচ্ছেন না ।

অবিলম্বে সমস্ত বকেয়া প্রাপ্য দেওয়ার দাবিতে সারা রাজ্যের পাশাপাশি আজ পূর্ব বর্ধমান কর্মবিরতি পালন করছেন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের কর্মীরা। তাদের অভিযোগ, নবান্ন থেকে মুখ্যমন্ত্রী, বিভাগীয় মন্ত্রী থেকে জেলা প্রশাসন, সর্বত্র বারবার তাদের আবেদন জানিয়েছেন।

৬০ বছর পর্যন্ত চাকরি স্থায়ীকরণ ,ভাতা বৃদ্ধি এবং ইনক্রিমেন্টসহ একাধিক দাবিতে এদিনের কর্মবিরতি বলে জানান পূর্ব বর্ধমান কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের কর্মীরা। এদিন তারা ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার বা ডিপিও’র দপ্তরের সামনে বিক্ষোভ দেখান ।

বিক্ষোভ -এর ফলে কোন বেনিফিশিয়ারি ক্ষতিগ্রস্থ হবেন না বলে তাদের দাবি। অন্যদিকে তাদের দাবি-দাওয়া ও বকেয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন তাঁরা।