সময় ও কবিতা
তমাল সাহা

১) সম্পর্কহীনতা

বস্তুগত চেতনা থেকেই নিজের মধ্যে সম্পর্কবোধ গড়ে ওঠে।

সম্পর্কহীনতাও একটি বোধ।
তুমি যদি মানুষ হও কেন সম্পর্ক চলে গেল তোমাকে ভাবাবে

সম্পর্কহীন হয়ে গেলেও সম্পর্কিত সম্পর্কগুলি তোমার স্মৃতিতে থেকে যায়

নদী মরে গেলেও জলের দাগ রেখে যায়

২)কবিতা

এতো কথার তো দরকার নেই
আসল কথা হলো
মানুষের পাশে থাকা
মানুষের কাছে থাকা
মানুষের সঙ্গে থাকা

কবিতা তো এখানেই শেষ
কবিতা
মানুষকেন্দ্রিক গেরস্থালি
অঙ্ক জ্যামিতি ইতিহাস ভূগোল বিজ্ঞান….

৩) একটি ছবি

অনেকে বলেন, কবিরা বড় পবিত্র।
আমি বলি, খুব কঠিন–
রাজনীতিবাজদের তবু বোঝা যায়
কিছুতেই বোঝা যায়না কবিদের চরিত্র!

ভাগ্যিস আমি শুধু লিখি, কবি হতে পারিনি
কবি হলে সহজেই বলতে পারতাম
ওই কোণ বসে আছে
হাড়গিলে চুপসানো মাই ভিখিরিটিকে দেখিনি!