এখন আমি একা।
শুধু সময়কে নিয়ে থাকি।সময়ের সঙ্গে আমার প্রতিনিয়ত দেখা।
রাত একটু ঘন হয়ে এলে গোরস্থানে যাই। কবর কাটুরের পাশে দাঁড়াই!

সময়ের সঙ্গে দেখা/তমাল সাহা 

১) বোমা পড়ে

একটি বোমা পড়ে, দুটি বোমা পড়ে,
তিনটি বোমা পড়ে, চারটি বোমা পড়ে পাঁচটি বোমা পড়ে
মাটি থেকে ঘন হয়ে ধবধবে সাদা কখনো বা হলদে রঙের ধোঁয়া উঠে যায় উপরে

ধোঁয়া সরে গেলে দেখা যায়
একটি মানুষ, দুটি মানুষ তিনটি মানুষ, চারটি মানুষ, পাঁচটি মানুষ নিহত পড়ে

মুড়ি মুড়কির মতো বোমা পড়ে…

২) গণনা

দেখতে পারছো অবস্থা পুরো থার্ড ক্লাস।
বুঝতে পারছো নির্বাচনে গুণতে হবে একের পরে লাশ।
লাশকে সামনে রেখে করবে তোমরা ভোট
হারামি ভোট মারানি! ফোট!

৩) আমার মুখ

কে কে মারা গেল কাদের এতো রক্তপাত!
গিয়ে দেখি সবই আমার মুখ
নিথর দেহটি পড়ে আছে চিৎপাত।

৪) হরিবোল

তাহলে যতই হোক গণ্ডগোল
এখনো চলবে খেলা?
ফাউল! ফাউল! ফাউল!
সারাক্ষণ সারাবেলা
ময়দানের দখল নেবে কারা?
আমরা তো শববাহী ধারক
আমাদের কাঁধে গণতন্ত্রের মড়া!

পেনাল্টি ধরবে রেফারি নেই
ফ্রি-কিক হ্যাটট্রিক গোল।
ভোট ভোট সংগীতে মেতে উঠেছে পাড়া
দুয়ারে দুয়ারে বোল হরিবোল!

৫) প্রাপ্তি স্বীকার

তপ্ত দহনকাল
বৃষ্টি ও পেয়ে গেছে ভয়
তাই সে চলে গেছে দূরে।

বোমা পড়ে, বোমা পড়ে
হরিলুটের বাতাসার মতো
বিস্ফোরক ছুঁড়ে দেয় কারা
দাঁড়িয়ে আছে তারা
কীর্তনখোলা মন্দির চত্বরে!

এখনই এত রক্ত, এত বিধ্বস্ত দেহ!
রক্ত গড়াতে গড়াতে যায়…
নিশ্চিত অগুণতি লাশ পাওয়া যাবে
ভোটের দিন তোমার পাড়ায় আমার পাড়ায়?

এখন আমি একা।
শুধু সময়কে নিয়ে থাকি।সময়ের সঙ্গে আমার প্রতিনিয়ত দেখা।
রাত একটু ঘন হয়ে এলে গোরস্থানে যাই। কবর কাটুরের পাশে দাঁড়াই!

সময়ের সঙ্গে দেখা
তমাল সাহা

১) বোমা পড়ে

একটি বোমা পড়ে, দুটি বোমা পড়ে,
তিনটি বোমা পড়ে, চারটি বোমা পড়ে পাঁচটি বোমা পড়ে
মাটি থেকে ঘন হয়ে ধবধবে সাদা কখনো বা হলদে রঙের ধোঁয়া উঠে যায় উপরে

ধোঁয়া সরে গেলে দেখা যায়
একটি মানুষ, দুটি মানুষ তিনটি মানুষ, চারটি মানুষ, পাঁচটি মানুষ নিহত পড়ে

মুড়ি মুড়কির মতো বোমা পড়ে…

২) গণনা

দেখতে পারছো অবস্থা পুরো থার্ড ক্লাস।
বুঝতে পারছো নির্বাচনে গুণতে হবে একের পরে লাশ।
লাশকে সামনে রেখে করবে তোমরা ভোট?
হারামি ভোট মারানি! ফোট!

৩) আমার মুখ

কে কে মারা গেল কাদের এতো রক্তপাত!
গিয়ে দেখি সবই আমার মুখ
নিথর দেহটি পড়ে আছে চিৎপাত।

৪) হরিবোল

তাহলে যতই হোক গণ্ডগোল
এখনো চলবে খেলা?
ফাউল! ফাউল! ফাউল!
সারাক্ষণ সারাবেলা
ময়দানের দখল নেবে কারা?
আমরা তো শববাহী ধারক
আমাদের কাঁধে গণতন্ত্রের মড়া!

পেনাল্টি ধরবে রেফারি নেই
ফ্রি-কিক হ্যাটট্রিক গোল।
ভোট ভোট সংগীতে মেতে উঠেছে পাড়া
দুয়ারে দুয়ারে বোল হরিবোল!

৫) প্রাপ্তি স্বীকার

তপ্ত দহনকাল
বৃষ্টি ও পেয়ে গেছে ভয়
তাই সে চলে গেছে দূরে।

বোমা পড়ে, বোমা পড়ে
হরিলুটের বাতাসার মতো
বিস্ফোরক ছুঁড়ে দেয় কারা
দাঁড়িয়ে আছে তারা
কীর্তনখোলা মন্দির চত্বরে!

এখনই এত রক্ত, এত বিধ্বস্ত দেহ!
রক্ত গড়াতে গড়াতে যায়…
নিশ্চিত অগুণতি লাশ পাওয়া যাবে
ভোটের দিন তোমার পাড়ায় আমার পাড়ায়?