দেশ বেচে দিচ্ছে রাষ্ট্র। আমাদের মাটির মানুষের সবচেয়ে জনপ্রিয় রেল বেসরকারিকরণের পথে রাষ্ট্র।
আপনি প্রস্তুত হবেন না,সামিল হবেন না লড়াইয়ে?

সত্যজিতের গালে হাত
তমাল সাহা

সত্যজিৎ রায় মার খেয়ে গেলেন।
তার পথের পাঁচালী মার খেয়ে গেল। ‌
মার খেয়ে গেল উন্মুক্ত প্রান্তর,
আকাশের নীল, মেঘের উড়ান।
সবচেয়ে মার খেয়ে গেল
সাদা কাশফুলের বনের ভেতর দিয়ে
অপু ও দুর্গার মুক্তির দৌড়।

অপু কি জিজ্ঞেস করবে আর–
রে দিদি! এটা রেললাইন?
এদিকেও লাইন, ওদিকেও লাইন!
এর উপর দিয়ে গাড়ি যায়?
পিছলে পড়ে যায় না কেন?
এই সব প্রশ্ন ম্লান হয়ে যায়।
ভাই বোনের অপূর্ব কথন
মনে পড়ে বাতাসের,
সেও বিষণ্ণ হয়ে পড়ে।

রেললাইন ঘিরে স্বপ্ন, ভালোবাসা
ভাই-বোনের মধ্যে যে সম্পর্ক
তৈরি হয়েছিল,
তা ভেঙে দিল রাষ্ট্র।

রেলপথ বেসরকারিকরণ হয়ে গেল
মুছে গেল অপু ও দুর্গার দেশজ ঘ্রাণ।

উদাস সত্যজিৎ গালে হাত দিয়ে
বসে রইলেন।
মাটির রোয়াকে বসে ইন্দিরা ঠাকরুন
‘হরি দিন তো গেল, সন্ধে হলো…’
বিষাদে গেয়ে উঠলো সেই গান।