অবতক খবর,১৩ ডিসেম্বর,শান্তিপুর,নদীয়া: অনলাইনে শ্রমিক কার্ড তৈরি করছে বিভিন্ন বেসরকারি কম্পিউটার সেন্টার গুলো। বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সাইবার ক্যাফেগুলোতে চরম ভিড় লক্ষ্য করা যাচ্ছে । এই কার্ড করতে আসা মানুষদের প্রচণ্ড ভিড়ের কারণে বহু সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। সাথে পকেটের বেশকিছু পয়সাও খরচ করতে হচ্ছিল তাদের।

কিন্তু এবার রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারের উদ্যোগে নদীয়ার শান্তিপুরে মতিগঞ্জ মোড়ের কাছে গীতা প্যালেস লজ এর সামনেই রীতিমতো ক্যাম্প করে এই পরিষেবা দিতে দেখা গেল আজ। শান্তিপুর শহর 1 এর ভারতীয় জনতা পার্টির কনভেনার অমিত বৈরাগী বললেন বিনামূল্যে সাধারণ মানুষের জন্য জেলাজুড়ে চলছে তাদের এই কর্মসূচি।

এখন থেকে শান্তিপুর বিধানসভার বিভিন্ন এলাকায় তারা মানুষকে বিনামূল্যে শ্রমিক কার্ড করার সুবিধা করে দেবেন বলে জানান। সকাল থেকে লাইন দিয়ে অনেকেই হাজির হলেন এই কার্ড করাতে। এমনই ছবি ধরা পরলো আমাদের ক্যামেরায়। তবে এই কার্ড তৈরি করতে আসা মানুষ এই কার্ডের পরিষেবা সম্পর্কে পুরোপুরি অবগত নন।