অবতক খবর,১৩ ডিসেম্বর: গত ২৫ শে অক্টোবর বনগাঁর ধর্মপুকুরিয়া পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার সময় ৩০০০ টাকার জাল নোট ব্যবহার করেছিল অমিত প্রামানিক নামে এক ব্যক্তি। অমিত প্রামানিকের দেওয়া নোট গুলো দেখে সন্দেহ হয়েছিল পাম্প কর্মীদের। তারপর নোট গুলোকে মেশিনে দিতেই পাম্প কর্মীরা বুঝতে পারেন সেগুলো জাল নোট। পুলিশে খবর দেওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঐ ৩০০০ টাকার জাল নোট সহ অমিত প্রামানিককে গ্রেফতার করেছিল। ধৃত অমিত প্রামানিকের কাছ থেকে মোট ২৮ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়েছিল।

ঘটনার তদন্তে নেমে পুলিশ অমিত প্রামানিক এর কাছ থেকে জানতে পারেন এই জাল নোট কান্ডের মূল পান্ডা সাধন ঘোষ অরফে মনার কথা। মূল পান্ডা সাধন ঘোষ অমিত প্রামানিকের মাধ্যমে ২৮ হাজার টাকার জাল নোট বাজারে ছড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। অমিতের কাছে থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুলিশ জাল নোট কান্ডের মূল পান্ডা সাধন ঘোষের তল্লাশি শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ থানার পুলিশ গতকাল রাতে বাগদা থানার বয়রা এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করে। বনগাঁ মহাকুমা আদালতে তোলা হলে বিচারক ধৃতের তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।