অবতক খবর,৩১ মে: সেন্সর করা হল দিলীপ ঘোষকে । বিশেষভাবে সতর্ক করা হল তাঁকে। আপাতত সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া দিতে পারবেন না তিনি। বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশেই দিলীপ ঘোষকে সেন্সর করা হয়েছে বলে, উল্লেখ তাঁকে পাঠানো চিঠিতে।

ভারতীয় জনতা পার্টির লেটারহেডে লেখা চিঠিতে দিলীপ ঘোষকে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি ও হেডকোয়ার্টার-ইন-চার্জ অরুণ সিং জানিয়েছেন, সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যমে তিনি যে সব মন্তব্য করেছেন, তা দল ও বিজেপি সর্বভারতীয় জে পি নাড্ডা খুব ‘সিরিয়াসলি’ নিয়েছেন। নাড্ডার নির্দেশেই তাঁকে সেন্সর করা হচ্ছে। বলাই বাহুল্য যে, যা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।


আপাতত দল তাকে করা ভাবে সতর্ক করছে বিজেপি সর্বভারতীয় জে পি নাড্ডা।বিগত কয়েক দিন ধরে সাংবাদিকদের সামনে দিলীপ ঘোষের বক্তব্য অস্বস্তিতে পড়তে হয়েছে রাজ্য বিজেপি কে। আর যাতে ভবিষ্যতে দিলীপ ঘোষের বক্তব্য ঘিরে রাজ্য বিজেপিকে অস্বস্তিতে না পড়তে হয় তারই জন্য এই চিঠি পাঠালো বিজেপি সর্বভারতীয় জে পি নাড্ডা।