অবতক খবর,৭ আগস্ট: সোমবার বিশ্ব আদিবাসী দিবস। ঐদিন ঝাড়গ্রাম সফরে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাথে সেখানে যোগ দেওয়ার কথা মুকুল রায়েরও।
কিন্তু শুক্রবারের ঘটনার পর অনেকেই মনে করছেন, হয়তো বাতিল হয়ে যেতে পারে রায় বাবুর সোমবারের ঝাড়গ্রাম সফর।

শুক্রবার দুপুরে কৃষ্ণনগরে গিয়ে বিজেপি তৃণমূলের এই প্রথম সারির নেতার বক্তব্যের জেরে যথেষ্ট বিড়ম্বনায় পড়েছেন তৃণমূল দলের কর্মীরা।

শুক্রবার মুকুল রায় সংবাদমাধ্যমের সামনে বলেন, “কৃষ্ণনগরে উপ নির্বাচন হলে তৃণমূল পর্যুদস্ত হবে। বিজেপি স্বমহিমায় ফিরে আসবে।”
তাঁর সাথে থাকা এক তৃণমূল কর্মী তাঁর ভুল শুধরে দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু তাতে কোন কাজ হয়নি। কার্যত ভাইরাল হয়ে গেছে সেই ভিডিওটি।

এ বিষয়ে তৃণমূলের একাংশ বলছেন, বিগত দিনগুলিতে মুকুল রায়ের জীবনে যে ঘটনাগুলি ঘটে চলেছে তা তাঁকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। জার জেরেই এইরকম অসংলগ্ন কথাবার্তা।
আবার এমনও হতে পারে সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্য বিগড়ে যাওয়ার কারণে এইরকম কথা বলে ফেলেছেন তিনি।

তবে শুক্রবারের ঘটনার পর তৃণমূলের উচ্চ স্তরের নেতা-নেত্রীরা কিন্তু এ বিষয়ে মুখ খোলেননি।
অন্যদিকে এ বিষয়ে ক্ল্যারিফিকেশন দিতেও দেখা যায়নি রায় বাবুকে।

তবে তাঁর অসংলগ্ন কথাবার্তার প্রভাব তাঁর ঝাড়গ্রাম সফরে পড়বে কিনা সে তো আগামী দু-একদিনের মধ্যেই বোঝা যাবে।