অবতক খবর :: ৩১ জুলাই :: কলকাতা ::       দেশের ছয়টি করোনা প্রভাবিত রাজ্য সরকারের আবেদন মেনে আগামী ১৫ ই আগস্ট পর্যন্ত উক্ত ছয়টি রাজ্য থেকে বিমান না চালানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। দেশের ছয়টি রাজ্য দিল্লী,গুজরাট,উত্তরপ্রদেশ, রাজস্থান,মহারাষ্ট্র প্রভৃতি রাজ্যে এই বিধিনিষেধ বলবৎ হবে।

মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে আগে দরকার এই রোগের সংক্রমণ আটকে দেওয়া। এই রোগের সাথে লড়াই করতে হলে বহিরাগতদের প্রবেশ আটকানো প্রয়োজন। রেল আপাতত বন্ধ থাকায় বিমানবন্দর থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা প্রভূত। সেকারনেই আপাতত ভারতের যে সমস্ত জায়গার করোনা সংক্রমণ বেশী হয়েছে সেই সব জায়গাগুলিতে বিমান অবতরণ আপাতত স্থগিত রাখা হল। ১৫ অগাস্টের পরে স্থির করা হবে ওইসব বিমানবন্দরে উড়ান চালানো যাবে কি না।