অবতক খবর :: শিলিগুড়ি :: ৩১ জুলাই ::   সোমবার রাখি পূর্ণিমা। কিন্তুু বাজারে দেখা নেই খদ্দেরের। করোনা আতঙ্ক গ্রাস কেড়েছে রাখির বাজারেও। বাঙালির অন্যতম বড় উৎসব রাখি পূর্ণিমা ঘিরে মানুষের উৎসাহ থাকে আলাদা মাত্রার। প্রতিবার এই সময় শিলিগুড়ি সহ রাজ্য জুড়েই রাখির বাজার রমরমা থাকে। কিন্তু এবারের করোনা আবহে বিষয়টি সম্পুর্ন আলাদা। বাজারে রাখি কেনা তো দূরের কথা দুবেলার ভাত জোটানোই মুশকিল হয়ে গেছে অনেকের কাছে।

রাখির বাজার নিয়ে এক ব্যাবসায়ী জানালেন, “এ বছর প্রায় আশি শতাংশ বাজার কমেছে রাখির। করোনা আতঙ্কের কারণে কোন রাজনৈতিক দলই রাখি কিনতে চাইছে না। যারা কিনতে আসছেন তারা খুব কমই রাখি কিনে নিয়ে যাচ্ছেন। মাঝে আছে আর মাত্র দুদিন।” এই দুদিনে আশা প্রায় ছেড়েই দিয়েছেন রাখি বিক্রেতারা। কারন করোনার থাবা যে বড় ভারি হয়ে গেছে সাধারণ মানুষের কাছে।