অবতক খবর,১৩ আগস্টঃ শ্রাবণ মাস শুরু হয়েছে সোমবার দিয়েই এবার আবার জ্যোতিষ মতে গজো কেশরী যোগ রয়েছে সেই কারণে এ বছর শ্রাবণ মাসের প্রথম সোমবার অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই শ্রাবণ মাসের প্রথম সোমবার থেকে শিবের মাথায় জল ঢালতে প্রতিটি শিব মন্দিরে ভক্তদের ভিড়। শ্রাবণ মাসের শেষ সোমবার মহাদেবের অত্যন্ত প্রিয় এই মাসে শেষ দিন শিবের মাথায় জল ঢালতে প্রতি বছরের ন্যায় এ বছরও অগণিত পুর্ণার্থী গঙ্গার থেকে জল নিয়ে শিব মন্দিরে পায়ে হেঁটে গিয়ে শিবের মাথায় জল দেয়ার জন্য ভিড় করেছে। এবার প্রশাসনের পক্ষ থেকে গঙ্গা ঘাটে স্প্রিড বোর্ডের ব্যবস্থা রাখা হয়েছে এছাড়া গঙ্গায় প্রশাসনের পক্ষ থেকে নজরদারিরও বিশেষ ব্যবস্থা করা হয়েছে যাতে কোনরকম দুর্ঘটনা ঘটে। রানীনগর শেখপাড়া থেকে শম্পা মন্ডল বহরমপুর রাধারঘাট ব্রিজের নিচে থেকে গঙ্গা থেকে জল নিয়ে পায়ে হেঁটে শেকপাড়া শিব মন্দিরে আগামীকাল শিবের মাথায় জল ঢালবেন। তিনি বলেন এই নিয়ে তৃতীয় বর্ষ হচ্ছে শিবের মাথায় জল ঢালা। ভক্তদের যাতে কোনরকম অসুবিধা না হয় তার জন্য মন্দির চত্বরে গঙ্গাঘাটে এবং রাস্তায় মোতায়েন করা হয়েছে পুলিশ ও সিভিক ভলেন্টিয়ার।