অবতক খবর,১৬ এপ্রিলঃ মহিলাদের নিজের পায়ে সাবলিল করার জন্য বদ্ধপরিকর রাজ্য সরকার। তাই রাজ্য সরকারের তরফ থেকে মহিলাদের জন্য একাধিক প্রকল্প আনা হয়েছে। তবে মহিলাদের স্বনির্ভর করতে উদ্যোগী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জগদ্দল বিধানসভার বিভিন্ন প্রান্তে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নানান সামগ্রীর পসরা নিয়ে হাজির হন। আজ শ্যামনগর রবীন্দ্রভবন চত্বরে দেখা গেল স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তরফে আয়োজিত একটি শিল্প সম্ভার। সেখানে দেখা মিলল সুনিপুনভাবে তৈরি করা নানান শিল্প সামগ্রী।

স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানালেন, ধীরে ধীরে আমরা নিজেদের পায়ে দাড়িয়ে অর্থনৈতিকভাবে সাবলীল হচ্ছি। আমরা চাই সমাজের প্রত্যেক মহিলা নিজে নিজে কিছু না কিছু করে স্বনির্ভর হোক। আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু সুপ্ত গুণ রয়েছে। যেগুলি সচরাচর বাইরে প্রকাশ পায় না। সেই প্রতিভা গুলোকেই আমাদের উচিত কাজে লাগানো।