কতদিন থাকবো আর অধর্মতলা!
ঘুরে এলাম ধর্মতলা।

একুশে জুলাই কাতারে কাতারে মানুষ কলকাতায় হাজির। কলকাতা জনসমুদ্র বেনজির।
রণ হুংকার– বাংলা এবার দিল্লি যাবে/ বাঙালি দেশ চালাবে

শোনো শোনো শহীদেরা
তমাল সাহা

১)শহীদদের প্রতি

শহীদ দিবসে শহীদদের কথা,
বারবার বলা কি দরকার
শহীদরা হয়ে গিয়েছে পুরানো।
বছর বছর একই শহীদের নাম
বলে বলে শুধু শুধু দুঃখ বাড়ানো।

শহীদরা সেই কবে গেছে মরে
হয়ে গেছে ক্লিশে।
এখন কত নতুন শহীদ
মরে গেল চোলাইয়ের বিষে!

২) শহীদদের দুঃখ

শহীদরা কি জানতো
কেন তারা শহীদ
কি হয়েছিল সেদিন
তার জন্য হবে তদন্ত
চলবে অনন্ত!

শহীদরা কি জানতো
শহীদ শব্দটাই ভোটের পণ্য
তাদের সামনে রেখে
ক্ষমতায় আসবে তারা
কামাইবাজির জন্য!

শহীদরা কি জানতো
তাদের শ্রদ্ধা জানাতে
হাজির থাকবে তাদেরই ঘাতক
শহীদেরা কেঁদে কেঁদে বলে
আমরা এমনই মহাপাতক!

৩) শহীদ দিবস

শহীদ দিবস মানে শ্রদ্ধা নয়,
একটা আবেগ
শহীদ দিবস মানে স্মরণ নয়
কলকাতা দেখার স্বপ্নিল মেঘ

শহীদ দিবস মানে শহীদকে জানা নয়
শঙ্করের দোকানের চা
শহীদ দিবস মানে শোকের কথা নয়
ডিম ভাত সয়াবিন তরকারি খেয়ে বাঁচা

শহীদ দিবস মানে ত্যাগের কথা নয়
মুখে যা আসে তাই ইচ্ছে মতো বলো
শহীদ দিবস মানে ট্রেনে বাসে চেপে
নেতাদের সাথে ধর্মতলা চলো

শহীদ দিবস মানে শহীদকে মর্যাদা নয়
শহীদকে সামনে রেখে মসনদ দখলের কৌশল
শহীদ দিবস মানে শহীদ উপলক্ষ মাত্র
দেখো আমার কত জনবল